|
---|
ইয়াসমিন খাতুন : শীতবস্ত্র বিতরণ করলেন স্বয়ং বিচারক। সোমবার ময়ূরেশ্বর থানার কুন্ডলা সত্যানন্দ বয়েজ হোমের আবাসিকদের শীতবস্ত্র প্রদান করলেন বীরভূম ডিষ্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুর্পনা রায়। এদিন তিনি নিজে গিয়ে এদিন হোমের আবাসিকদের সাথে কথা বলেন তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবরও নেন।
সভাপতি বেস কিছুটা সময় কাটান হোমের আবাসিকদের সঙ্গে। এই হোমে আর্থিক ভাবে দুর্বল অসহিয় শ্রেনীর মাইনোর বয়েজরা থাকে। শীত কাল আসন্ন। শীতের মরসুমে বাচ্চাদের কষ্ট হবে দেখে জেলা আইনী পরিষেবা কতৃপক্ষের সচিব বিচারক সুর্পণা রায় ম্যাডাম ঐ অসহায় বাচ্চা দের বস্ত্র বিতরণে উদ্যোগী হন। এদিন বিচারক মহাশয়ার সঙ্গে উপস্থিত ছিলন পার্শ্ব আইনী সহায়ক মহম্মদ আজমল হক সহ সমাজকর্মী ততরুন ঘোষ, সেখ কলিমুদ্দীন ও হোম কতৃপক্ষের সদস্যরা।