স্কুল ছাত্রের মৃত্যুতে ধুমধুমার কাণ্ড কীর্তনখোলায়

হাসান লস্কর কুলতলী দক্ষিণ ২৪ পরগনা : স্কুলের সামনেই সব্জি ভর্তি গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে মহিষমারী ফাড়ী ও কুলতলি থানার পুলিশ।

    কুলতলি ব্লকের কুন্দখালি গোদাবর অঞ্চলের কীর্তনখোলায় শিশুশিক্ষা কেন্দ্রে সামনেই বেপরোয়া সব্জি বোঝাই গাড়ি সজোরে ধাক্কা মারে স্কুল ছাত্রের,আর তাতেই মৃত্যু হল নয় বছরের এক স্কুল ছাত্র ফিরদৌস শেখের। সিকিরহাট থেকে সব্জি নিয়ে গাড়িটি শিয়ালদহ মার্কেটে যাওয়ার উদ্যশে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের সামনেই ছাত্রটিকে ধাক্কা মারে। এতে গুরুতর জখম হয় ঐ ছাত্র। পথ চলতি মানুষজন তড়িঘড়ি ওই ছাত্রকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই স্কুল ছাত্রের। তারপরেই উত্তেজিত জনতা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলতলি থানার আইসির নির্দেশে বিশাল পুলিশ বাহিনী। আইসি অর্ধেন্দু শেখর দে সরকার জানান স্কুল টাইমে ২ জন সিভিক মোতায়েন এর আশ্বাস দেন। ঘটনায় ঐ ঘাতক চালক কে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। সব্জি বোঝাই গাড়িটি কুলতলী থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।