|
---|
সংবাদদাতা : হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত নালিতাজোল বালিকা মাদ্রাসায় শিক্ষা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষা দরদী আলহাজ্ব শেখ আব্দুস সেলিম, এস এস টিভি পাবলিকের কর্ণধর শেখ সালমান, Howrah Today এর কর্ণধর শেখ আমজাদ আলী , বেঙ্গল টাইমসের প্রধান শেখ ফরমান আলী ,এবং সাংবাদিক বাদশা আলী,। সকলে মিলে অনুষ্ঠানটিকে ঐতিহ্যময় করে তোলেন। আলহাজ্ব শেখ আব্দুস সেলিম সাহেব তার বক্তব্যের মাঝে শিক্ষার্থীদের শিক্ষাণীয় উপদেশ দেন। তিনি মাদ্রাসার সার্বিক উন্নতির সঙ্গে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। ছাত্রীরা তার বক্তৃতায় মুগ্ধ। শেখ সালমান আলী সাহেব বলেন নালিতাজোল বালিকা মাদ্রাসায় যেভাবে পঠন পাঠন চলছে, এমন পঠন পাঠন বহু মাদ্রাসায় দরকার আছে। শেখ ফরমান আলী বলেন এই ধরনের নারী শিক্ষা নিয়ে মাদ্রাসা পশ্চিমবাংলার একটি নিদর্শন সৃষ্টি করেছে । Howrah Today এর কর্ণধর জনাব শেখ আমজাদ আলী তার ইউটিউবের সিলভার প্লে বাটন ছাত্রীদের নিয়ে আনবক্সিং করেন । এতে সমস্ত শিক্ষার্থী খুবই আনন্দ পান। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন নালিতাজোল বালিকা মাদ্রাসার সম্পাদক মাওলানা সিবগাতুল্লাহ কাসেমী সাহেব।