খালেরপুল সংহতি যুব মিশনের রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

লুতুব আলি : খালেরপুল সংহতি যুব মিশনের রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমানের উপকণ্ঠে খালেরপুল সংহতি যুব মিশনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করতে গিয়ে রাজ্যের প্রাণিসম্পদ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, রক্তের সংকট মেটাতে সরকারি ব্যবস্থাপনার সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন গুলিকে আরও বেশি করে উদ্যোগী হতে হবে। খালেরপুল সংহতি যুব মিশনের গঠনমূলক সমাজসেবা মূলক কাজের জন্য ভুয়সী প্রশংসা করেন। মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজনীতির সঙ্গে সমান্তরালভাবে সমাজসেবামূলক কাজের সঙ্গে নেতা-নেত্রীদের যুক্ত হতে হবে। মানুষের অভাব অভিযোগের পাশে থাকতে হবে। রক্তদান শিবিরের প্রাক্কালে একটি মনোজ্ঞ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংহতি যুব মিশনের উপদেষ্টা মন্ডলীর সহ-সভাপতি পার্বতী সন্ন্যাসী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়ক শম্পা ধারা। তিনিও খালেরপুল সংহতি যুব মিশনের কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। খালের পুল সংহতি যুব মিশনের মুখ্য উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, দক্ষিণ দামোদরে এই স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কাজ করে অনেককে পথ দেখাচ্ছে। রাজিয়া সুলতানা ব্যাকগ্রাউন্ড সংগীত আগুনের পরশমনি ও উদ্বোধনী সংগীত মানুষ মানুষের জন্য পরিবেশন করে রক্তদান শিবিরকে আক্ষরিক অর্থে প্রাণবন্ত করে তুলেছিলেন। এই স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে সকলকে অভিবাদন জ্ঞাপন করেন সম্পাদক শেখ রাহুল আজম, উপদেষ্টা মন্ডলী সহ-সভাপতি পার্বতী সন্ন্যাসী, আজিবুল করিম, শেখ সিরাজুল করিম, জুয়েল মল্লিক, নাজমুল হক প্রমুখ। পশ্চিমবঙ্গ রাজ্য আলু বীজ ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক দেবেশ ঘোষ বলেন, স্বেচ্ছায় রক্তদান শিবির করে স্বেচ্ছাসেবী সংগঠনটি এলাকায় সারা ফেলে দিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার কাউন্সিলর রাসবিহারী হালদার, বর্ধমান আল-আমীন মিশনের সম্পাদক আসফার হোসেন, হিজলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেখ আজিজুল হক, বিশিষ্ট কবি প্রাবন্ধিক ও সাংবাদিক আবু আবু মনির উদ্দিন চৌধুরী, খণ্ডঘোস থানার ও.সি সুব্রত বেরা, রোটারি ক্লাব অফ বর্ধমান এমিনেটির সভাপতি গৌতম কুমার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষক জাহাঙ্গীর আলম প্রমুখ। উল্লেখ্য, বর্ধমান গাছ গ্রুপের কর্ণধার ও জাতীয় শিক্ষক তথা গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরী রক্তদাতাদের হাতে ও অনুষ্ঠানের অতিথিদের হাতে একটি করে বৃক্ষ শিশু উপহারস্বরূপ তুলে দেন। অনুষ্ঠানে সর্বোচ্চ রক্তদাতা জাহিদুল মল্লিককে সংবর্ধিত করা হয়। এছাড়া ও এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রী ও মেডিকেলে পাঠরত ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করা হয়। বর্ধমানের শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মী ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। এদিন শতাধিক ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। খালেরপুল সংহতি যুব মিশনের সম্পাদ ক শেখ রাহুল আজম জানান ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে রক্তদানের মধ্য দিয়ে সংহতি উৎসব অনুষ্ঠিত হবে। এই দিনের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষক ও গাছপ্রেমী রাজেশ হালদার।