ঝাড়গ্রামে কুইজ কেন্দ্রের সপ্তম ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্পে মা ও ছেলে সহ রক্ত দিলেন ১১ জন

 

    নতুন গতি ওয়েব ডেস্ক: করোনা আবহে গ্রীষ্মকালীন রক্তসংকটের সময় ধারাবাহিক ভাবে ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প করে পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লাড ব্যাংকে ১৩৮ ইউনিট রক্ত জমা করলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার সংগঠনের উদ্যোগে সপ্তম ইন হাউস ব্লাড ডোনেশন ক্যাম্প টি ঝাড়গ্রাম ব্লাড ব্যাংকে অনুষ্ঠিত হয়।মোট ১১ জন এতে রক্তদান করেন। এতে ছেলে অর্ণব দন্ডপাটের সাথে সাথেই ছেলের উৎসাহে প্রথম বারের জন্য রক্তদান করেন মা গৃহবধু নন্দিতা দন্ডপাট। এছাড়াও রক্তদান করেন বন্যপ্রাণ প্রেমী তুহিন শুভ্র পান্ডা, নৃত্যশিল্পী শুভদীপ রাউৎ, শিক্ষক প্রশান্ত বালা, পলিটেকনিক ছাত্র দীপঙ্কর দাস, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ সাগর প্রধান, ক্রিকেট প্রশিক্ষক বিশ্বনীল দত্ত, ব্যবসায়ী আশীষ শ্যামল, কুইজ কেন্দ্রের দুই সদস্য সুদীপ কুমার খাঁড়া ও বিশ্বজিৎ কর্মকার। এদিন শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার সম্পাদক সুভাষ জানা, অরিন্দম দাস, নরসিংহ দাস, মৃন্ময়ী খাঁড়া, দীপঙ্কর মাহাতো প্রমুখ। সমস্ত রক্তদাতাদের অভিনন্দন জানিয়েছেন কুইজ কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজন বেরা ও সভাপতি রিংকু চক্রবর্তী।