জন্মদিনকে সামনে রেখে শিক্ষা সামগ্রী,খাবার, চারাগাছ,মাস্ক বিতরণ করলেন শিক্ষক

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম: মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সংস্থার সদস্য শিক্ষক অরিন্দম দাসের জন্মদিন ছিল ৬ ই জুলাই আর সদস্যা গৃহবধূ মৃন্ময়ী খাঁড়ার জন্মদিন ১০ই জুলাই। এই দুজনের ইচ্ছা ছিল গ্রামের প্রান্তিক মানুষেদের সঙ্গে নিজের জন্মদিন পালন করা। সেই ইচ্ছাকে স্বীকৃতি দিয়ে মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে অবস্থিত জঙ্গলঘেরা লোধা-শবর জনজাতি অধ্যুষিত গ্রাম লালবাজারে উপস্থিত হয়ে শুক্রবার সকালে সমস্ত পড়ুয়া ও শিশুদের হাতে শিক্ষা সামগ্রী, খাদ্যসামগ্রী তুলে দেন। এছাড়া গ্রামের প্রত্যেকটি পরিবারকে একটি করে উচ্চ ফলনশীল সবেদা গাছের চারা এবং করোনা সচেতনতার বার্তা দিতে প্রত্যেক গ্রামবাসী দের হাতে একটি করে মাস্ক তুলে দেওয়া হয়।

    এদিনের কর্মসূচিতে অরিন্দম দাস, মৃন্ময়ী খাঁড়ার পাশাপাশি কুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন সুভাষ জানা,সুদীপ কুমার খাঁড়া, বিশ্বজিৎ কর্মকার,নরসিংহ দাস, দীপঙ্কর মাহাতো, সম্প্রীতি খাঁড়া প্রমুখ।