আবারও দূর্ণীতির অভিযোগ আলিয়ায়

সবুজ মল্লিক, কলকাতা: বিশ্ববিদ্যালয় আবারও খবরের শিরোনামে।আলিয়াহ বিশ্ববিদ্যালয় গত ফেব্রুয়ারি ২০১৬ সালে বিভিন্ন বিষয়ে টিচিং ফ্যাকাল্টি পোস্টের জন্য বিজ্ঞাপন দেয়।দীর্ঘ সময় পর জুন ২০১৯ ,( যা প্রায় তিন বছরেরও বেশি সময়) পোস্টগুলো পূরণ করার জন্য কর্মসূচি নিয়েছে বিশ্ববিদ্যালয়। কিন্তু শুরুতেই ধাক্কা, অভিযোগ আরবি বিষয়ে যোগ্য প্রাথীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়নি। ফলত হাইকোর্টে কেশ হয়েছে এবং রিক্রুট বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।আশংকা অন্যান্য বিষয় গুলোতেও যোগ্যপ্রাথীরা বঞ্চিত হতে পারে। যা বিগত সময়েও অংক , বাংলা ইতিহাস প্রভৃতি সাবজেক্টে রিক্রুটমেন্টের ক্ষেত্রে অভিযোগ আছে । সেই সঙ্গে অনেকের অভিযোগ তিন বছরের পুরোনো বিজ্ঞপ্তিকে কর্তৃপক্ষ নতুন করে পুনরায় বিজ্ঞপ্তি দিয়ে, যোগ্য প্রাথীদের আবেদন করার সুযোগ করে দিতে পারত বিশ্ববিদ্যালয়। যাতে অনেক বেকার যোগ্য প্রাথীরা সুযোগ পেতে পারত। তাছাড়াও তিন বছরের পুরানো আবেদনকারীদের মধ্যে অনেকেই এখন নানা জায়গায় নিয়োগ হয়েছেন, অনেকেই আর আসবেন না। ফলত আবারও কি স্বজন পোষণের জন্যই বিশ্ববিদ্যালয় নতুন করে বিজ্ঞপ্তি জারি না করেই তাড়াহুড়ো করে শিক্ষক নিয়োগ করতে চাইছে। উঠছে নানা প্রশ্ন!!! তাই আমাদের দাবি বিশ্ববিদ্যালয় পুনরায় বিজ্ঞপ্তি জারি করুক এবং স্বচ্ছভাবে যোগ্যপ্রাথীদের শিক্ষকতা করার সুযোগ করে দিক অলিয়াহ বিশ্ববিদ্যালয়ে।