|
---|
মুর্শিদাবাদের রাণীনগর ১ ব্লকের বিল চাতরা অন্বেষণ জনকল্যাণ সমিতি পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ
এস ইসলাম, নতুন গতি, মুর্শিদাবাদ: দেশে চলছে তৃতীয় লক ডাউন আর তার জন্য কাজ হারিয়েছেন হাজার হাজার মানুষ সেই সব পরিস্থিতির দিকে তাকিয়ে মুর্শিদাবাদের রাণীনগর ১ ব্লকের
বিল চাতরা অন্বেষণ জনকল্যাণ সমিতি পক্ষ থেকে আজ খাদ্য সামগ্রী বিতরণ করলেন
সমিতির কর্ণধর তৈমুর বিন কাসিম খান বলেন যে এই দুর দিনে অসহায় মানুষের পাশে থাকাটা আমার কর্তব্য বলে মনে করি সেই মতো আজ আমি টুকটুকি,মারতী,ভ্যান,নাপিত,ইত্যাদি অসহায় মানুষের হাতে আমার সাধ্য মতো খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে অনেক আনন্দিত অনুভব করছি। তবে যত দিন লক ডাউন চলবে আমি আমার সাধ্য মত সাহায্যের হাত বাড়িয়ে দিবো। ঘরে থাকুন সুস্থ থাকুন।
সমিতির কর্ণধর তৈমুর বিন কাসিম খান এছাড়াও উপস্থিত ছিলেন ওই এলাকার প্রধান সাহেব পঞ্চায়েত সমিতির সদস্য আরো বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত হয়েছিলেন সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন চাল ডাল আলু পেঁয়াজ ইত্যাদি
প্রায় ২০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন । এলাকার মানুষ ভীষণ খুশি খাদ্য সামগ্রী পেয়ে।