বাড়ির জানালার গ্রিল ভেঙ্গে লক্ষাধিক টাকার জিনিস চুরি রাজনগরে

 

    খান আরশাদ,নতুন গতি, রাজনগর:বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরির ঘটনা ঘটল বীরভূমের রাজনগরের ডাকবাংলোতে। ডাকবাংলোয় শুভ্রা আচার্য নামে এক বিধবা মহিলার বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটে। শুভ্রা আচার্যের কাকা সুভাষ ব্যানার্জি জানান শুভ্রা আচার্য্য তার দুই ছেলে মেয়েকে নিয়ে এই বাড়িতে থাকেন। ভাইফোঁটা উপলক্ষে শুভ্রা তাঁর বাবার বাড়ি রাজনগরের গাঙমুড়ি অঞ্চলের রানীগ্রামে গিয়েছিলেন। রাত্রে তাঁর ডাকবাংলোর বাড়ীতে কেউ ছিলেন না। সেই সুযোগে রাত্রিবেলা চোরেরা জানালার গ্রিল ভেঙ্গে বাড়ির মধ্যে ঢোকে এবং বাড়ির ভেতরে থাকা টিভি, সোনার অলংকার সহ নগদ কুড়ি হাজার টাকা চুরি করে নিয়ে যায়। লক্ষাধিক টাকার জিনিসপত্র চুরি গেছে বলে জানিয়েছেন সুভাষ বাবু। বিষয়টি রাজনগর থানায় জানানো হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।