|
---|
উজির আলী, নতুন গতি,চাঁচল: ০৯ জানুয়ারী
দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিলি হলো বৃহস্পতিবার। এদিন মালদহের চাঁচল আদর্শ পল্লী এলাকায় আয়োজিত হয় এই অনুষ্ঠান। ইশা ফাউন্ডেশন সংস্থার তরফ থেকে চাঁচল,মালতিপুর ও হরিশ্চন্দ্রপুর বিধানসভার দুঃস্থদের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয় বলে খবর। উপস্থিত ছিলেন জামায়াতে উল হিন্দের সদস্য নজরুল হাফেজ, মালদা জেলা পরিষদ কৃষি সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ রফিকুল হোসেন সহ ইশা ফাউন্ডেশনের প্রতিনিধিরা। এদিন ৩০০ জন দুঃস্থ ব্যক্তি কম্বল দেওয়া হয়েছে বলে ইশা ফাউন্ডেশন সূত্রে খবর।