|
---|
নিজস্ব সংবাদদাতা : খানাকুল, কিশোরপুর ১ গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত গ্রামীণ হাট এর শুভ উদ্বোধন করলেন শ্রী শান্তনু ব্যানার্জী(মাননীয় কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য ও পরিবেশ, হুগলি জেলা পরিষদ)।
উপস্থিত ছিলেন শ্রী দেবাশীষ মন্ডল(মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক,খানাকুল ১), শ্রী অসিত সিংহ রায়(মাননীয় মেন্টর, হুগলি জেলা পরিষদ), শ্রী নাইমুল হক(মাননীয় সহ-সভাপতি, খানাকুল ১ পঞ্চায়েত সমিতি), সন্দীপ বর(মাননীয় প্রধান, কিশোরপুর ১ গ্রাম পঞ্চায়েত) স্থানীয যুব নেতা সেখ লাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।