গোপন সূত্রে খবর পেয়ে ৪ জনের ডাকাত দলকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হরিশ্চন্দ্রপুর,৮ ডিসেম্বর: ডাকাতির আগেই পুলিশের হাতে ধৃত ৪ দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্ররপুর থানার ভিঙ্গল জিপির বটতলা এলাকা থেকে হানা দিয়ে ৪ জনের এক ডাকাত দলকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে চাচোল গামি ৮১ নং জাতীয় সড়কের ধারে ইটভাটার নিকটে বটতলায় বড়োসড়ো ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হচ্ছিল।সেই সময় পুলিশ তাদের গ্রেফতার করে এবং বেশ কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি তরবারি(৩১ ইঞ্চি), শাবল ও টর্চলাইট উদ্ধার হয়েছে। প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের নাম নুর আলম (২১),জানারুল হক (২১), নাসিম আক্তার (২০) ও মহম্মদ শরীফ (৩৬)। পুলিশ সূত্রে জানা যায়, নুর আলম ও জানারুল হকের বাড়ি কড়িয়ালি এলাকার সোনারপুর গ্রামে, নাসিম আক্তারের বাড়ি হরিশ্চন্দ্রপুরের নিউ সাদলীচক এলাকায় ও মহম্মদ শরীফের বাড়ি হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি এলাকায়। রবিবার ৪ জনকে চাচল মহকুমা আদালতে পাঠানো হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

 

    হরিশ্চন্দ্রপুর,৮ ডিসেম্বর: ডাকাতির আগেই পুলিশের হাতে ধৃত ৪ দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্ররপুর থানার ভিঙ্গল জিপির বটতলা এলাকা থেকে হানা দিয়ে ৪ জনের এক ডাকাত দলকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে চাচোল গামি ৮১ নং জাতীয় সড়কের ধারে ইটভাটার নিকটে বটতলায় বড়োসড়ো ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হচ্ছিল।সেই সময় পুলিশ তাদের গ্রেফতার করে এবং বেশ কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি তরবারি(৩১ ইঞ্চি), শাবল ও টর্চলাইট উদ্ধার হয়েছে।

    প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের নাম নুর আলম (২১),জানারুল হক (২১), নাসিম আক্তার (২০) ও মহম্মদ শরীফ (৩৬)। পুলিশ সূত্রে জানা যায়, নুর আলম ও জানারুল হকের বাড়ি কড়িয়ালি এলাকার সোনারপুর গ্রামে, নাসিম আক্তারের বাড়ি হরিশ্চন্দ্রপুরের নিউ সাদলীচক এলাকায় ও মহম্মদ শরীফের বাড়ি হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি এলাকায়।

    রবিবার ৪ জনকে চাচল মহকুমা আদালতে পাঠানো হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।

    হরিশ্চন্দ্রপুর,৮ ডিসেম্বর: ডাকাতির আগেই পুলিশের হাতে ধৃত ৪ দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্ররপুর থানার ভিঙ্গল জিপির বটতলা এলাকা থেকে হানা দিয়ে ৪ জনের এক ডাকাত দলকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে চাচোল গামি ৮১ নং জাতীয় সড়কের ধারে ইটভাটার নিকটে বটতলায় বড়োসড়ো ডাকাতির উদ্দেশ্যে তারা জড়ো হচ্ছিল।সেই সময় পুলিশ তাদের গ্রেফতার করে এবং বেশ কয়েকজন পালিয়ে যায়। ধৃতদের কাছ থেকে একটি তরবারি(৩১ ইঞ্চি), শাবল ও টর্চলাইট উদ্ধার হয়েছে।

    প্রত্যেকের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার বিভিন্ন এলাকায়। ধৃতদের নাম নুর আলম (২১),জানারুল হক (২১), নাসিম আক্তার (২০) ও মহম্মদ শরীফ (৩৬)। পুলিশ সূত্রে জানা যায়, নুর আলম ও জানারুল হকের বাড়ি কড়িয়ালি এলাকার সোনারপুর গ্রামে, নাসিম আক্তারের বাড়ি হরিশ্চন্দ্রপুরের নিউ সাদলীচক এলাকায় ও মহম্মদ শরীফের বাড়ি হরিশ্চন্দ্রপুরের হলদিবাড়ি এলাকায়।

    রবিবার ৪ জনকে চাচল মহকুমা আদালতে পাঠানো হয়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ।