|
---|
সেখ সামসুদ্দিন : ১৭ এপ্রিলঃ তীব্র দাবদাহের মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারছেনা তখন গাছের ছায়ায় বসে দলীয় কর্মসূচিতে ব্যস্ত বিধায়ক। এ দৃশ্য মনে করিয়ে দেয় রবীঠাকুরের শান্তিনিকেতনের কথা। এ রকম এক পরিবেশেই আজ অঞ্চলের অঞ্চল সভাপতি সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীবৃন্দদের নিয়ে আলোচনা সভা করেন মেমারি বিধানসভার বিধায়ক তথা মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মধুসূদন ভট্টাচার্য্য। গত বছর তীব্র দাবদাহে বিধানসভা নির্বাচনী প্রচারে খামতি ছিল না। এখন বিধায়ক হয়েও তার একটুও অলসতা নেই। তিনি জানান বিশ্রামের সময় নেই, সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কাজ শুরু করেছেন। তিনি নিজেকে বিধায়ক নয়, একজন সাধারণ মানুষ বলেই মনে করেন। কথায় নয় বাস্তবে দেখা যাচ্ছে সদাহাস্য মুখে যে কোনো পরিস্থিতিতে মানুষের পাশে থেকে তিনি কাজ করে চলেছেন।