|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমানের কাটোয়া পুরাতন বাসস্ট্যান্ডে কাটোয়া বাস ওনার অ্যাসোসিয়েশন উদ্যোগে ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হবে। বিশ্বকর্মা পুজো আগে সেজে উঠছে কাটোয়া বাসস্ট্যান্ড। কাটোয়া বাস ওনার অ্যাসোসিয়েশনের এবারের বিশ্বকর্মা পুজো ৪৮ তম বর্ষে পর্দাপন করছে। কাটোয়া বাস ওনার অ্যাসোসিয়েশনের বিশ্বকর্মা পুজোর বাজেট আগের তুলনায় অনেক বেড়েছে। পুজো উপলক্ষে বাস যাত্রীদের সুবিধা দেওয়া জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। কাটোয়া বাস ওনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বাসের সব স্টাফদের জন্য দুপুরে মধান্যভোজনের আয়োজন করা হয়েছে। এইরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষেরা।