|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো,সেই উপলক্ষে ১৭ সেপ্টেম্বর পূর্ব বর্ধমানের কাটোয়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তার পাশে বাজার বসে বহুদিন ধরে। কাটোয়া ছাড়াও আশপাশে গ্ৰামের মানুষেরা কাটোয়া বাজার করতে আসে। বাজারে ফল ও ফুলের দাম চড়া। আপেল ৫০ – ৬০ টাকা,কলা ৩০ টাকা শসা ৩০ টাকা,বেদানা ১০০ টাকা,আঙুর ১০০ – ২০০ টাকা, গাঁদা ফুলের মালার দাম ৮ – ১০ টাকা,পদ্ম ফুলের দাম ১০ টাকা,জবা ফুলের মালার দাম ১০ টাকা রজনীগন্ধা ফুলের মালার দাম ১০ টাকা। ফল ব্যবসায়ীরা বলছেন, বেচে কেনা মোটামুটি হচ্ছে,ফুল ব্যবসায়ীরা বলছেন, বেচে কেনা মোটামুটি হচ্ছে। ফল ও ফুলের বাজার চড়া থাকাও সত্ত্বেও ক্রেতারা ফল ও ফুল কিনতে ব্যাস্ত।