মহেশপুরের চন্ডাল মাড়িতে ভাঙল ব্রিজ, প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী

 

    নিজস্ব প্রতিবেদক – পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের পাকুড় জেলার অন্তর্গত মহেশপুর থানার চন্ডালমারা নামক এলাকায় একটি ব্রিজ ভেঙে পড়ল।মহেশপুর থেকে চণ্ডালমারা এবং চণ্ডালমারা থেকে মহেশপুর যাতায়াতের একটিমাত্র মাধ্যম ছিল এটি । গোয়ালমারা গ্রামবাসীদের অভিযোগ এবার মহেশপুর গোয়ালপাড়া হয়ে আসতে হবে যেটা প্রায় 12-13 km ঘুরতে হবে আমাদের এর ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হবে। এলাকাবাসীদের অভিযোগ যারা ব্রিজের নিচ থেকে বালি তুলে নিয়ে যায়, তাদের কারণেই আজ এই ব্রিজ ভেঙে পড়লো কেননা ব্রিজের যে স্তম্ভগুলো রয়েছে, তার নিচ থেকেও প্রয়োজনের অধিক বালি তুলে নিয়ে যেত বালি মাফিয়ারা,একটা সময় এমনো দেখা গিয়েছিল যে, স্তম্ভের নিচের অংশগুলো পুরোপুরি গর্তে পরিণত হয়েছিল।বাসলেই নদীতে প্রচন্ড পরিমাণে জল আশাতে এই বিপত্তি। এলাকাবাসী প্রশাসনের উপরেও ক্ষোভ উগরে দিয়েছেন তাদের দাবি এর জন্য প্রশাসন অনেকটা দায়ী। প্রশাসন যদি বালি মাফিয়াদের প্রতি আগে থেকে সক্রিয় হতো তাহলে আজকে এই দৃশ্য দেখতে হতো না।