যাঁরা নিজের রক্ত অন্যের জন্য দান করেন,তাঁরাই সত্যিকার বীর

 ওসমান আলী,নতুন গতি,পলাশী:- দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রান বাঁচান কথাটা আমরা সকলেই শুনেছি, সেটা কাজে করে দেখালো আমার প্রিয় অর্ণব দা। 

    তুচ্ছ নয় রক্ত দান,
    বাঁচতে পারে একটি প্রান,
    রক্ত দিলে হয়না ক্ষতি,
    জাগ্রত হয় মানবিক অনুভুতি,

    শত কোটি প্রণাম বর্ষিত হোক তোমার চরণে
    আপনার রক্ত দান আর এক জনের জীবন দান ।কৃষ্ণনগর মিনার্ভ ডি হসপিটালে আজ দুই দিন থেকে মহাসিন সেখ নামে একটা বাবা ভর্তি ছিল ডায়ালাইসিস এর জন্য B+ খুবই রক্তের প্রয়োজনে চারিদিকে খোঁজা খুঁজি রক্ত না পাওয়ায় আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের এডমিন ওসমান ও ফারুক এর সাথে যোগাযোগ করেন এবং আমাদের গ্রুপে জানান। ওসমান ও ফারক দুজনে মিলে অর্ণব দা কে রক্ত দেওয়ার জন্য বলে তিনি যাওয়ার জন্য প্রস্তুত হন। অর্ণব দা তার নিজের কম্পানীর সমস্ত কাজ ফেলে সঙ্গে সঙ্গে ছুটে যান কৃষ্ণনগর শক্তিনগর হসপিটালে এবং রক্ত দেয়। অর্ণব দা রক্ত দিয়ে নিজেকে মহান প্রমান করেন। অর্ণন দা আরও বলেন যে “আমার রক্তে যদি সহযোগিতা করে – মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচে তাহলে আমি কেন করবো না স্বেচ্ছায় রক্তদান? ”
    রক্ত দানের মতো পৃথিবীতে এর থেকে আনন্দের আর কোনো কিছু হতেই পারেনা। এই পরিস্থিতিতে খুবই রেয়ার গ্রুপের রক্ত পেয়ে পেসেন্ট এর বাড়ির লোক খুবই খুশি হন।
    পেসেন্ট এই কষ্টের মূহুর্তে মুখে হাসি আনতে পেরে অর্ণব দাদা ও আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের সকলে খুব আনন্দিত।


    পেসেন্টের বাড়ি ও আমাদের ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপের পক্ষ থেকে অর্ণব দাকে হাজার হাজার ভালোবাসা।
    সকলে আসুন আমাদের সাথে এই মহান কাজে যুক্ত হওয়ার জন্য,ইমারজেন্সি ব্লাড সার্ভিস গ্রুপ সবার জন্য সব সময় পাশে থাকে ২৪/৭
    রক্তদান মহৎ দান।
    “বর্ণ অনেক
    ধর্ম অনেক
    রক্ত #…… এক”

    শোন ওরে মানুষ ভাই,
    ডাক দিয়েছে চল যাই
    মিশে যাই মানুষের ভিড়ে।

    এক ফোঁটা রক্তদান,
    রক্ত দিলে বাঁচে প্রাণ,
    চলো যাই রক্তদান শিবিরে।

    বিন্দু বিন্দু রক্ত ঘাম,
    জীবনের অনেক দাম,
    সারা জীবন রক্ত ঝরায়

    দু’ফোঁটা রক্তের তরে,
    কত প্রাণ অকালে ঝরে,
    জীবনের কোন দাম নাই।

    রক্তদান মহান দান,
    রক্ত দিলে বাঁচে প্রাণ,
    সবারে তাই করি আহ্বান।

    মানুষকে ভালবেসে,
    মানুষের পাশে এসে,
    এস সবাই করি রক্তদান