|
---|
মহঃ রিপন, মুরারই
সারা দেশ জুড়ে চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন। প্রতিটি রাজ্যের পাড়ায় পাড়ায় চলছে ভোট যুদ্ধের প্রস্তুতি। নির্বাচন কমিশন ঘোষণা করেছে সাতটি দফায় ভোট হবে পশ্চিম বাংলায়। তৃতীয় দফায় ভোট মুর্শিদাবাদ ,মালদা জেলা গুলিতে সংঘটিত হয়। তৃতীয় দফার ভোট এমনিতেই কলঙ্কিত।মুর্শিদাবাদের ভগবানগোলার পিয়ারুল শেখ নামে এক ব্যক্তি খুন হয়েছে শাসক দলের কর্মীদের হাতে এমনই অভিযোগ করেছে তার পরিবার।
সাথে আরো পাঁচজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। মুর্শিদাবাদের জঙ্গিপুরে ভোটের ডিউটিতে এসে
গঙ্গায় ডুবে মারা যায় সিকিম IRBN জওয়ান মিঙ্গুর শিরিং লেপচা। এদিন দক্ষিণ সিকিমের রাবংলার কেইঝিংয়ে ২৮ বছর বয়সি এই জওয়ানের শেষ কৃত্যে সম্পন্ন হয়। এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে পড়ে।