|
---|
জাকির হোসেন সেখ, ২৩ এপ্রিল, নতুন গতি, মন্দির বাজার: মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার সমর্থনে তৃনমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক ব্যানার্জি জনসভা করলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দিরবাজারে। এটা ছিল তাঁর দ্বিতীয় জনসভা।হাজার হাজার উৎসাহি জনতা স্বতঃস্ফূর্তভাবে তৃনমূল দল, অভিষেক ব্যানার্জি এবং প্রার্থী চৌধুরী মোহন জাটুয়ার নামে স্লোগান দিতে দিতে জনসভাকে ভরিয়ে তোলে।
সভামঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি তাই বক্তৃতায় বলেন, “মা মাটি মানুষের শক্তি যে বাংলা থেকে গোটা ভারত বর্ষের অনুপ্রেরণা হয়ে, চৌকিদার ব্রিগেডকে অতিক্রম করে বিজপিকে নিশ্চিত ভাবে এই নির্বাচনে ক্ষমতাচ্যুত করবে – এটা আজ আরও বেশি স্পষ্ট হল। আপনারা চৌধুরী মোহন জাটুয়াকে তৃতীয় বারের জন্য বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করুন।”
#_অভিষেক_ব্যানার্জীর_ওয়াল_থেকে_নেয়া মন্দিরবাজারের জনসভার কিছু দৃশ্য।