|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: উন্নত,ঐক্যবদ্ধ ও ধর্মনিরপেক্ষ ভারত গড়ার লক্ষ্যে ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানাজীর হাত শক্ত করতে আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মণ্ডল -এর সমর্থনে মঙ্গলবার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা দীপক অধিকারী (দেব)। দেব ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃনমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মন্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধারা, দাঁইহাট পৌরসভার পৌরপিতা শিশির কুমার মন্ডল, জেলা তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাধানাথ ভট্টাচার্য, কাটোয়া ২নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মধ্যক্ষ মাম্পি রুদ্র, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, মণ্ডল আজিজুল সহ প্রমুখ। তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থক ছাড়াও প্রচুর সাধারণ মানুষ, কলেজ পড়ুয়া দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে ভীড় করেন। দেব বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়-এর উন্নয়ন দেখেই মানুষ তৃনমূল কংগ্রেসকে ভোট দেবেন। আজকের জনসভা মঞ্চ থেকে দেব বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর গ্ৰামবাংলায় অনেক উন্নয়ন করা হয়েছে। জনসভাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল।