|
---|
নতুন গতি নিউজ ডেস্ক, মালদা, ১০ই জুলাই : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে এ ঘটনা পুরাতন মালদহের মুচিয়া গ্রাম পঞ্চায়েতের চর লক্ষ্মীপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম অসিত সরকার (৪০)। চর লক্ষীপুর গ্রামের বাড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়িতে টিভি দেখার জন্য সুইচ বোর্ডে টিভির প্লাগ লাগিয়েছিলেন অসিতবাবু। সে সময় আচমকা তিনি বিদ্যুৎপিষ্ট হন। সে সময় বাড়িতে কেউ না থাকায় বিষয়টি জানাজানি হয়নি। বেশ কিছুক্ষণ পর তার স্ত্রী ঘরে এসে দেখেন অসিত বাবু মেঝেতে পড়ে আছেন। তিনি চিৎকার জুড়ে দিলে আশেপাশের বাসিন্দারা ছুটে আসেন। অসিত বাবুকে প্রতিবেশী দায়ী উদ্ধার করে বুলবুলচণ্ডি আরএনরায় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে চল লক্ষ্মীপুর গ্রামে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।