|
---|
এসআইওর উদ্যোগে পরীক্ষার্থী সহায়তা কেন্দ্র মুর্শিদাবাদে
নতুন গতি, মুর্শিদাবাদ:
মাধ্যমিক পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এলো ছাত্র সংগঠন স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন ওফ ইন্ডিয়া বা এসআইও।
মঙ্গলবার পরীক্ষা শুরুর হওয়ার দিন এসআইও রাণীনগর ১ ও জলঙ্গী ব্লকের পক্ষ থেকে হেল্প সেন্টার করা হয়। এদিন চক গার্লস হাইস্কুল, কালিকাপুর হাইস্কুল ও টিকরবাড়িয়া হাইস্কুলে হেল্প সেন্টার করা হয়।
এসআইওর এই হেল্প সেন্টারে ছাত্র ছাত্রীসহ অভিভাবকরাও ভিড় জমান। উপস্থিত সকলকে পানীয় জল সহ ছাত্র ছাত্রীদের প্রয়োজনীয় বিভিন্ন বিষয় দিয়ে সাহায্য করে সংগঠনের প্রতিনিধিরা। রাণীনগর ১ ব্লক সভাপতি গোলাম কিবরিয়া বলেন, প্রতি বছরের মত এবারও পরীক্ষার্থীদের সহায়তায় জন্য হেল্প সেন্টার করা হয়। হেল্প সেন্টারের মাধ্যমে ছাত্র ছাত্রী সহ অভিভাবকগনও উপকৃত হন।
সেইসঙ্গে জেলার বিভিন্ন পরীক্ষা সেন্টারে ছাত্র ছাত্রীদের ওয়েলকাম জানিয়ে পোস্টারিং করা হয়। উপস্থিত ছিলেন এসআইওর প্রাক্তন জেলা সভাপতি রফিকুল ইসলাম, রাণীনগর ১ ব্লক সম্পাদক আমির চাঁদ খাঁন, জলঙ্গী ব্লক সভাপতি হুমায়ুন সেখ, সম্পাদক সামিউল ইসলাম, মেপতাউল সরকার প্রমুখ। এসআইওর এই উদ্যোগের প্রশংসা করেন ছাত্র ছাত্রীসহ অভিভাবকরাও।