বিশ্ব নারী দিবস একদিন, লাঞ্ছনা-গঞ্জনা প্রতিদিন। নদীয়ার শান্তিপুরে স্বামীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ করলেন স্ত্রী

মলয় দে, নদীয়া :-বিশ্ব নারী দিবসের দিনে স্ত্রীকে মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, পাঁচ বছর আগে শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আম্বিয়া বিবির বিয়ে হয় শান্তিপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক মহাসিন আলী কারিগরের। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করতো স্বামী। অভিযোগ, স্বামী মহাসিন আলী কারিগরের তার নিজের বৌদির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল। সেই কারণেই তার স্ত্রীর সঙ্গে সব সময় মনোমালিন্য লেগেই থাকত। অভিযোগ, শনিবার আম্বিয়া বিবিকে হঠাৎ মারধর করতে থাকে স্বামী। চিৎকার করে বাড়ি ছেড়ে পালিয়ে যায় আম্বিয়া।এরপর তার বাবার বাড়ি থেকে লোকজন এসে চিকিৎসার জন্য শান্তিপুর হাসপাতালে নিয়ে যায়।রবিবার স্বামীর বিরুদ্ধে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও ওম বিয়া বিবি তোলা অভিযোগের ভিত্তিতে কোনো মন্তব্য করতে চাইনি স্বামী মহাসিন আলী কারিগর। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।