আন্তর্জাতিক নারী দিবস পালন বীরভূমের লোকপুরে

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বীরভূমের লোকপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে স্থানীয় আলফা প্লাস কম্পিউটার সেন্টারের উদ্যোগে নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি যথাযথ মর্যাদায় পালন করা হয়। বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্লেকার্ড, ব্যানার সহ কিশোরীদের ধ্বনিত শ্লোগান সহযোগে এক পদযাত্রার মাধ্যমে লোকপুর গ্রাম পরিক্রমা করে। বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সভার শুভ সূচনা করা হয়। নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন লোকপুর থানার এস আই প্রশান্ত শিকদার, লোকপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিখা সেন,সহ শিক্ষিকা বৈশাখী বিশ্বাস, কম্পিউটার সেন্টারের কর্নধার সুমন দত্ত, সমাজসেবী নৃপেন্দ্র নাথ সৌ সহ অন্যান্য ব্যাক্তিবর্গ। এদিনের সভায় নাচ, গান, আবৃত্তি ও ক্যারেটে প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠান জমজমাট হয়ে ওঠে।উদ্যোগী ছাত্রীদের মধ্যে বৈশাখী ধীবর এক সাক্ষাৎকারে আজকের প্রাসঙ্গিকতা বিষয়ে জানায়, কম বয়সে বিয়ে বন্ধের জন্য সচেতনতা বৃদ্ধি, উচ্চ শিক্ষার জন্য প্রচেষ্টা সহ পুরুষদের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজের বিভিন্ন কাজে অগ্রনী ভূমিকা নিতে হবে আমাদের, তবেই নারী জাতির অগ্রগতি ঘটবে।