‘গলায় গামছা দিয়ে ফাঁস’! আবারও রোগীর রহস্যজনক মৃত্যুর ঘটলো সরকারি হাসপাতালে

 নতুন গতি নিউজ ডেস্ক : আবারও রোগীর রহস্যজনক মৃত্যুর ঘটলো সরকারি হাসপাতালে। ঘটনাস্থল এবার বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজি। শনিবার সকালে হঠাৎই হাসপাতালের স্নায়ু বিভাগে চিকিৎসারত এক ব্যক্তিকে বাথরুমে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতেপায় হাসপাতালের কর্তব্যরত কর্মীরা। এরপরই দ্রুত খবর দেওয়া হয় স্থানীয় থানায়। মৃত্যুর খবর হাসপাতালে ছড়িয়ে পড়তেই অন্য রোগী ও তাদের পরিবারের মধ্যে বাড়ে উত্তেজনা।

    ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করে ব্যক্তিতে। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি গত ২৬ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের স্নায়ু বিভাগের গ্রাউন্ড ফ্লোরের সাত নম্বর বেডে সেরিব্রাল অ্যাটাক হয়ে ভর্তি হন হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা অনিমেষ দে। তারপর থেকে চলছিল তার চিকিৎসা। কিন্তু তার মধ্যেই এদিন তাকে হাসপাতালের গ্রাউন্ড ফ্লোরের বাথরুম থেকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় হাসপাতলেরই মর্গে। যদিও কী কারণে এই ঘটনা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। ঘটনাস্থলে বা মৃতের বেড থেকেও পাওয়া যায়নি কোনও সুইসাইড নোট। যার জেরে কী কারণে এই ঘটনা তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।