|
---|
নতুন গতি নিউজ ডেস্ক : আগ্রার চাহ পোখার গ্রামে মুসলিমদের জন্য কোনও কবরস্থান না থাকায় গ্রামের মধ্যে কিছুটা খালি জমিতে কবরস্থান করার কথা ঘোষণা করেছিলেন গ্রাম প্রধান সুন্দর সিং। তারপরেই রাতারাতি সেই জমিতে গজিয়ে উঠল হনুমান মন্দির। খানিকটা ইঁটের গাঁথুনি করে সেখানে একটা বজরংবলীর মূর্তিও বসিয়ে দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরেই কবরস্থানের দাবি জানিয়ে আসছে আগ্রার চাহ পোখার গ্রামের বাসিন্দারা। কবরস্থানের অভাবে বাড়ির মধ্যেই মৃতদের কবর দিতে বাধ্য হচ্ছেন তাঁরা। দীর্ঘদিনের দাবি শুনে অবশেষে দিন কয়েক আগে গ্রামের কিছুটা খালি জমিতে কবরস্থান করা হবে বলে জানান গ্রাম প্রধান সুন্দর সিং। তাতে প্রবল আপত্তি হিন্দু সম্প্রদায়ের। গ্রামের মধ্যে এভাবে কারোর সঙ্গে আলোচনা না করে কবরস্থান তৈরি করা হলে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়ে যাবে বলেও হুমকি দিয়েছেন কেউ কেউ।
অনেক গ্রামবাসী বলেছেন যে ওই জমির ওপর দিয়ে লোকে যাতায়াত করে, গরমে রাতের বেলা অনেকে বাইরে এসে ঘুমোয়। কবরস্থান করা হলে সব নষ্ট হয়ে যাবে বলে মনে করছেন অনেকে। গোটা বিষয়টি তিনি প্রশাসনকে জানাবেন বলে মন্তব্য করেছেন সুন্দর সিং।