মহানবী হযরত মহম্মদ (সাঃ) জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির

নতুনগতি, মোথাবাড়ি: বিশ্ব নবীর জন্মদিনে অনন্য নজির গড়ে তুলল কালিয়াচক-২ ব্লকের পূর্ব জানুটোলা গ্রাম ।রবিবার বিশ্বনবী হযরত মহম্মদ( সা:) জন্মদিন উপলক্ষে সংশ্লিষ্ট ব্লকের বাঙ্গিটোলা গ্রামপঞ্চায়েতের পূর্ব জানুটোলা সমাজের উদ্যোগে এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয় । সংলগ্ন কাঁচালিটোলা প্রাথমিক বিদ্যালয় অঙ্গনে আয়োজিত এই শিবিরে পুরুষের পাশাপাশি মহিলাদের সহযোগিতা ও ভূমিকা ছিল চোখে পড়ার মতো ।জানা গেছে, গ্রামটি গঙ্গার ভাঙনে নতুন করে ২০০০ সালে গড়ে ওঠে। সকলেই গঙ্গার ভাঙনের বাসিন্দা এবং সর্বস্ব হারিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে এই গ্রামখানা । গ্রামে রয়েছে 300 পরিবার । রাজ মিস্ত্রি, শ্রমিক পাশাপাশি কেউ কেউ চাকরি ও করেন । রক্তদান কর্মসূচি, শিক্ষার আলো জ্বালাতে ও নানা সামাজিক কর্মসূচি রূপায়িত করে নজির গড়ে তুলতে চাইছে এক চিলতে এই পূর্ব জানুটোলা গ্রাম। গ্রামের মোড়ল মোনতাজ সেখ ও সম্পাদক সাইদুল সেখ, কোষাধ্যক্ষ সাদিকুল ইসলাম প্রমুখরা বলেন, পূর্ব জানুটোলা সমাজের উদ্যোগে বিশ্ব নবী জন্মদিনে রক্তদান শিবির অনুষ্ঠিত হল । বিশ্ব নবী শান্তি ও মানব কল্যাণের কথা বলেছেন । রক্তদান কর্মসূচী প্রথম অনুষ্ঠিত করে নজির গড়ে তুলতে পারলাম। ভবিষ্যতে সামাজিক নানা কর্মসূচি রূপায়িত করব । মোট ১৫ জন মহিলা সহ মোট ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন । মহিলাদের অনেকে মধ্যে রক্তদানে ভীত ও অনীহা থাকে সেটা দূরীভূত করে মহিলাদের বিপুল উপস্থিতি একটা দৃষ্টান্ত স্থাপন করেছে এই রক্তদান শিবির ।
এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা । উপস্থিত ছিলেন সাংসদ আবু হাসেম খান চৌধুরী, সমাজসেবী নজরুল ইসলাম, মোথাবাড়ি থানার ওসি সৌম্যজিত মল্লিক, পঞ্চায়েত সদস্য ফরিদা বিবি প্রমুখ । বাসিন্দা মোহা রেজাউল করিম জানান, আগামীতে বৃহত্তর রক্তদান শিবির আয়োজন করা হবে। এবার প্রথম চালু হল । ১০ জন মহিলা সহ মোট ৬০ জন রক্তদান করেন । গোটা রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য , ক্রীড়া, উন্নয়ন, চাকরি, সামাজিক কর্মসূচি সবইতে আমাদের এই গ্রামখানা একটা রোল মডেল হয়ে উঠুক চাইছেন সকল গ্রামবাসী। তাই সামাজিকভাবে গঙ্গার ভাঙনের অতীতের ঐতিহ্য ও গৌরব ভূলে নতুন করে ঘুরে দাঁড়াতে সচেষ্ট গ্রামের মানুষ ।