|
---|
নিজস্ব সংবাদদাতা, নতুন গতি : জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভ সূচনা হলো রহমতে আলম মিশন প্রাঙ্গনে। জাতীয় পতাকা উত্তোলন করেন মিশন পরিচালন সমিতির সভাপতি আয়ুব আলী স্যার ও সদস্য মনসুর আলী গাজী। উপস্থিত ছিলেন বালক বিভাগের প্রধান শিক্ষক চিন্ময় সিনহা। এরপর মিশনের প্রেক্ষাগৃহে শিক্ষক,শিক্ষিকা ও ছাত্রীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল অনুষ্ঠানের পরবর্তী পর্ব। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা এই অনুষ্ঠানে অংগ্রহণ করে।দেশাত্মবোধক গান,কবিতা ও বক্তব্যে মুখরিত হয়ে ওঠে প্রেক্ষাগৃহ। ছাত্রীদের পাশাপাশি আবৃত্তি,সংগীত ও বক্তব্যে
অংশগ্রহণ করেন রতন স্যার, মিশন সুপারিনটেনডেন্ট আব্দুল লতিব স্যার, বালিকা বিভাগের প্রধান শিক্ষক জিয়াউল স্যার ,সুবিদ স্যার ও বালক বিভাগের সহকারি প্রধান শিক্ষক তাজউদ্দীন স্যার। স্বাধীনতা সংগ্রামের
ইতিহাস ও পাশাপাশি সাম্প্রতিক দেশিক পরিস্থিতিতে বিপ্লবীদের কাঙ্ক্ষিত স্বাধীনতার কি রূপ পরিস্ফুট হচ্ছে সেটি আবৃত্তি, সঙ্গীত ও বক্তব্যে উঠে আসে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুবিদ আলি স্যার এবং সহযোগিতায় ছিল ছাত্রী রাইসা রহমান।