শাসনের মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনে পীরজাদা ফারহাদ

বিশেষ প্রতিবেদন, কলকাতা : ব্রিটিশ শাসনের হাত থেকে দীর্ঘ কঠিন লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ১৯০ বছরের পরাধীনতার গ্লানি মুছে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট আমাদের দেশ ভারত বর্ষ স্বাধীনতা অর্জন করে। গুটি গুটি পা য়ে এ বছর ৭৭ তম স্বাধীনতা দিবস দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। উল্লেখ্য মঙ্গলবার উঃ চব্বিশ পরগনা জেলার শাসনের মহিষগদি ইসলামিয়া মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন করেন রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব একেএম ফারহাদ, সঙ্গে ছিলেন হাজী দাউদ আলি, সেকেন্দার আলী, হাজী আসের উদ্দিন, কাশেম আলী,হাফেজ আমিনুল ইসলাম, মুফতী সওকাত হোসেন প্রমুখ। স্থানীয় জেলা পরিষদের সদস্য ফারহাদ বলেন দেশের শান্তি সম্প্রীতি রক্ষায় পূর্বপুরুষেরা যে লড়াই করেছিল ইংরেজদের বিরুদ্ধে তার জন্য আজ এই দিন। কিন্তু বিভেদকামী শক্তি বর্তমান ভারতের শান্তি সম্প্রীতি বিঘ্ন সৃষ্টি করে অরাজকতা সৃষ্টি করতে চায়।তাই এই অপশক্তির হাতকে ভেঙে ফেলতে ইন্ডিয়া নামক জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি তিনি স্মৃতিচারণ করেন বলেন পরাধীনতার হাত থেকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে বর্তমান অবস্থা আসতো না।তাই দেশ মাতৃকার সেই মহান মানুষদের প্রতি শ্রদ্ধা রেখে বর্তমান দেশের রাজনৈতিক সংকটকে দূরে সরাতে সবাই কে ঐক্যমতে পৌঁছানোর আর্জি রাখে সমাজকর্মী ফারহাদ।