|
---|
নতুন গতি , গোসাবা: মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন অঞ্চলের গোসাবা থানার ৪ নং আরামপুরের বড় বাড়ি এলাকায় ঘুর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের পক্ষ থেকে।
পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ জনাব এ কে এম ফারহাদ সাহেবের নেতৃত্বে ঘুর্ণিঝড় ‘ইয়াস’-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে বিভিন্ন জেলাতে ধাপে ধাপে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিচ্ছে সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষ থেকে গত কয়েকদিন আগে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, কাঁথি, বাঁকুড়া সহ বিভিন্ন অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করার পাশাপাশি মঙ্গলবার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল গোসবাতে কয়েক শো মানুষের হাতে খাদ্য সামগ্রী ও ঔষধি দ্রব্য তুলে দেওয়া হয় সংগঠনের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির প্রচেষ্টায়।
যেকোন সময় বিভিন্ন মানুষের সুখ দুঃখে ওতপ্রোতভাবে জড়িত থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে দেখা গেছে তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ কে। যখন লকডাউনের মধ্যে একশ্রেণীর মানুষ শিক্ষক সমাজকে হেয় করতে বিভিন্ন রকমের মন্ত্রণা ব্যবহার করছে ঠিক সে রকম পরিস্থিতিতে বিগত দিনের ন্যায় বর্তমান সময়ে মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলেছে ফারহাদ সাহেবের নেতৃত্বে পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের কর্মীরা। গোসবা’তে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী তুলে দেন সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী, বিশিষ্ট সমাজসেবী জনাব এ কে এম ফারহাদ সাহেব, ছিলেন সংগঠনের দুই জন সাধারণ সম্পাদক তথা হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষারত্ন প্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ইরফান আলী বিশ্বাস সাহেব, জনাব নূরুল হক, সংগঠনের জেলা সভাপতি মনজুর আহমেদ, অভিষেক দাস, কল্পনা কর্মকার, আব্দুর রাজ্জাক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
বন্যা কবলিত এলাকার মানুষের পাশে বিগত কয়েক দিন আগে প্রচুর পরিমাণে ত্রাণসামগ্রী বিতরণ করার পাশাপাশি মঙ্গলবার মেডিকেল টিম সহ নানা ধরনের ঔষধ বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার মাঝে ফারহাদ সাহেব বলেন আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা বছর মানুষের পাশে থেকে কাজ করে যাই। আমাদের সংগঠনের নেতৃবৃন্দ ও সকল সদস্যদের সহযোগিতায় যেভাবে সামাজিক কাজ সম্পন্ন করতে পেরেছি এরজন্য সকল কে আন্তরিক ধন্যবাদ ঞ্জাপন করেন তিনি। সাথে সাথে তিনি বলেন রাজ্য প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে দলের কর্মীরা অত্যন্ত দক্ষতার সঙ্গে যে কাজ করছে তা প্রশংসিত। আমরা আগেও যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি একইরকমভাবে আগামীদিনেও যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সহ মানুষের আপদে বিপদে সামগ্রিকভাবে মানুষকে সহযোগিতার করে যাবো শিক্ষক সংগঠনের পক্ষ থেকে।
ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় জনৈক ব্যক্তি রামপদ হালদার বলেন আমরা খুব খুশি যেভাবে ফারহাদ সাহেবের নেতৃত্বে শিক্ষক সমাজের প্রতিনিধিরা আমাদের সহযোগিতা করেছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।