|
---|
নিজস্ব সংবাদদাতা: ক্রেতা সেজে হাতির দাঁত কেনার জন্য গিয়েছিল বনকর্মীরা। এরপর হাতেনাতে ধরা পড়ে গেল চোরাকারবারিরা। চোরাকারবারীরা ছদ্মবেশী ক্রেতাদের জানিয়েছিল তাদের কাছে দুটি হাতির দাঁত রয়েছে। এর পর দরদাম চলছিল। ৬০ লক্ষ টাকা ওই দুটির হাতির দাঁতের দাম চেয়েছিল চোরাকারবারীরা। শেষে রফা হয় ১১ লক্ষ টাকায়। এক মাস ধরে এই কেনা বেচার কথা চলতে থাকে। পরিচয় গোপন করে বন কর্মীরা এই চোরাকারবারিদের ধরতে অবশেষে সাফল্য পেল। ২৭শে জুলাই বিকালে ওই হাতির দাঁত কিনতে রাজি হয় ছদ্মবেশী বনকর্মীরা। এর পরই একটি বাইকে করে দুজন চোরাকারবারি মালবাজার থেকে ওদলাবাড়ী রোড হয়ে শিলিগুড়ি দিকে আসছিল হাতির দাত নিয়ে।
পথে ওয়াসাবাড়ি টি গার্ডেন এর কাছে তাদের বাইকটি আটক করেন বনকর্মীরা। তাদের কাছে একটি ধূসর রঙ্গের সিন্থেটিক ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগ ব্যাগটি খুলতেই ভিতরে উদ্ধার হয় দুটি হাতির দাঁত। এর পর ধরা হয় ওই বাইকে থাকা দুজনকে। ধৃতদের নাম গোবিন্দ প্রধান ও বিকাশ লামা। গোটা এই অভিযানের নেতৃত্ব দেন বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত ও তার টিম। উদ্ধার হওয়া হাতির দাঁত দুটির ওজন ২৪ কেজি। বন বিভাগের রেঞ্জার সঞ্জয় দত্ত জানিয়েছেন সম্প্রতি এত বড় হাতির দাঁত উদ্ধার হয়নি। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরো কেউ জড়িয়ে রয়েছে কিনা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে বন বিভাগ।