সমস্ত জল্পনার মধ‍্যেই লাগাতার সামাজিক কর্মসূচিতে লিপ্ত দাদার অনুগামীরা

সেখ সামসুদ্দিন : রাজ্য রাজনীতিতে দাদার অনুগামীরা এক নতুন মাত্রা যোগ করেছে। পশ্চিমবাংলার একাধিক জায়গায় ‘আমরা দাদার অনুগামী’ লেখা পোস্টার গলায় ঝুলিয়ে মাস্ক বিতরণ ও দুঃস্থ কৃতি ছাত্রকে সাহায‍্য থেকে শুরু করে অসহায় রোগীর পরিবারের পাশে দাঁড়ানো এবং বিভিন্ন অনুষ্ঠানে বস্ত্র বিতরণ করতে দেখা যাচ্ছে শুভেন্দু অনুগামীদের। বর্তমানে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং রাজ্যের পরিবহনমন্ত্রী। কিন্তু শুভেন্দু অধিকারী বা তার অনুগামীদের কোন দলীয় পতাকা ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে ও সামাজিক কাজে দেখা যাচ্ছে। ফলে তৃণমূল কংগ্রেস থেকে শুভেন্দু অধিকারীর দূরত্ব বাড়ছে বলে বর্তমানে জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের গ্রাম দেবীপুর শিবতলা বাজারে পথচলতি মানুষ ও ব্যবসায়ীদের মাক্স ও স্যানিটাইজার দেয়া হয়। মেমারি বিধানসভার দাদার অনুগামী পরিবারের পক্ষ থেকে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার দাদার অনুগামী বলে পরিচিত সুজন সর্দার, শশাঙ্ক দাস, সহ একাধিক শুভেন্দু অধিকারীর অনুগামীরা এবং বেশকিছু মহিলা সদস‍্যরা। সকলের গলায় ছিল শুভেন্দু অধিকারীর পোস্টার।

    কিছুদিন আগে লক্ষ্মী পূজা উপলক্ষ্যে কাটোয়ার ২ ‘নম্বর ব্লকে দাদার অনুগামীরা বস্ত্র বিতরণ করেছেন। পরে কাটোয়া বিধানসভার বিধায়ক তাঁর প্রতিক্রিয়ায় বলেছিলেন যে শুভেন্দু অধিকারী তৃণমূলের সৈনিক এবং এই অনুষ্ঠানে মমতা ব্যানার্জীর একটা ছবি দেওয়া উচিত ছিল। এই বিষয়ে প্রশ্ন করা হলে মেমারি বিধানসভা পরিবারের পক্ষ থেকে সুজন সর্দার তার প্রতিক্রিয়ায় জানান দাদার অনুগামীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পথচলতি মানুষ থেকে স্থানীয় ব্যবসায়ীগণ।