ছয় বারের বিধায়ক, গাড়ি বাড়ি নেই, আদর্শের নাম যে বামপন্থা

 

    নিজস্ব সংবাদদাতা,নতুন গতি: একদিকে তাপদাহ আর অন্যদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের আঁচ যেন বাড়তেই আছে। ভোট প্রচারে কোমড় বেঁধে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনীত প্রার্থীরা। তবে এবারে বীরভূমের নজর দুবরাজপুর কেন্দ্রে, সংযুক্ত মোর্চা মনোনীত ছয়বারের প্রাক্তন বিধায়ক বিজয় বাগদি। মনোনয়নপত্রে যখন বিভিন্ন রাজনৈতিক প্রার্থীদের নামি দামি বাড়ি, হরেক রঙের গাড়ি, কোটি টাকার ব্যাঙ্ক ব্যালান্স তখন তাদের থেকে যেন বড্ড বেমানান গরিব বিধায়ক কমরেড বিজয় বাবু। ছয়বারের বিধায়ক অথচ ব্যাংকে রয়েছে মাত্র 21 হাজার টাকা, নিজস্ব কোন জমিজমা, বিলাসবহুল গাড়ি নেই। স্ত্রীর একাউন্টে রয়েছে 500 টাকা। বীরভূমের গরিব বিধায়ক তিনি। তিন কন্যা ও এক পুত্রের বাবা বিজয় বাগদী কখনো ক্ষমতার অপব্যবহার দেখিয়ে ছেলে মেয়েদের চাকরির জন্য কোথাও দরখাস্ত করেনি তার একটাই দাবী আমার ছেলেমেয়েরা মেধার ভিত্তিতে পুরস্কৃত হোক এটাই চাই। বিধায়ক ভাতা পান তিনি অথচ সেই টুকুও পার্টি ফান্ডে দান করে দেন এমনই এক মানুষ বিজয় বাবু।

    কমরেড বিজয় বাবু থাকেন খয়রাশোল ব্লকের গড়িয়া অঞ্চলের চুচোর গ্রামে। প্রার্থী মনোনীত হবার সাথে সাথেই কোমড় বেঁধে নেমেছেন ভোটের ময়দানে। বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সর্বক্ষণের ছায়াসঙ্গী স্বপন মুখার্জির মতো মানুষদের নিয়ে কিন্তু কোন প্রতিশ্রুতি দিচ্ছেন না মানুষকে, উনার একটাই দাবি আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, আমাদের পার্টি যে ইস্তেহার প্রকাশ করেছে সেই ইশতেহার অনুযায়ী আমরা কাজ করি। বাতেলাবাজরা মিথ্যা প্রতিশ্রুতি দেয় ঠিকই কিন্তু কাজের বেলায় কিছু নাই।

    দুবরাজপুর ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক কমরেড স্বপন মুখার্জি জানান আমরা মানুষের জন্য কাজ করি, আমরা মন্দির মসজিদ গির্জা নির্মিত করার স্বপ্ন দেখিনা আমরা স্বপ্ন দেখি আদর্শ মানুষ তৈরি করার, আমরা স্বপ্ন দেখি আদর্শ ছাত্র সমাজ গড়ার। আমাদের দাবি শিক্ষা-স্বাস্থ্য কর্মসংস্থান তাই এবারে দুবরাজপুরের মানুষ বাতেলা বাজদের নয় প্রকৃত কাজের মানুষকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।