|
---|
নিজস্ব প্রতিনিধি : কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তরে খবর এসেছিল সূত্র মারফত। শহরের বুকে হাতবদল হতে চলেছে নিষিদ্ধ মাদক। ২৪ সেপ্টেম্বর দুপুরে শিয়ালদার কাছে কাইজার স্ট্রিটে পৌঁছে গিয়েছিল গোয়েন্দা দপ্তরের নারকোটিক্স সেলের টিম ।সবাই ছিলেন সাদা পোশাকে।
দুপুর ১টা নাগাদ অকুস্থলে এসে পৌঁছয় একজন। সূত্র মারফত শনাক্ত করতেই তাকে ঘিরে ফেলেন নার্কোটিক্স সেলের অফিসারেরা। তল্লাশিতে তার জিম্মা থেকে উদ্ধার হয়েছে ৪১০ গ্রাম ওজনের হেরোইন পাউডার। বাজারদর কমপক্ষে ১০ লক্ষ টাকা।
হাসিল মণ্ডল, নদিয়ার পলাশীর বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই কলকাতায় হেরোইন পাচারের কারবার চালাচ্ছিল হাসিল। ৩০ সেপ্টেম্বর অবধি হাসিলের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারক।