|
---|
সেক আতিউল্লা (সম্রাট) , চন্ডিপুর , পূর্ব মেদিনীপুর : বাজলো তোমার আলোর বেনু, মাতলো রে ভুবন…
এর থেকে বড় আনন্দ, এর থেকে পরম তৃপ্তি, এর থেকে এত্তো আলো আর কোথায়? মায়ের আগমন, দেবীপক্ষের শুভ সূচনা লগ্নে এ যেন সত্যি এক অপূর্ব আলোয় আলোকিত হলো মুহুর্তটা।আজ মহালয়ার পুণ্য লগ্নে দুস্থের ছায়া সংস্থা পৌঁছে যায় জোরাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে। একরাশ শুকনো মুখ তাকিয়ে ছিল রাস্তার দিকে, এক অদ্ভুত আকাঙ্খা ওদের চোখে মুখে। ছুটে চলে আসে গাড়ির দিকে। নতুন জামা নেবে ওরা। ঠিক যেন বাড়িতে বাবা মা, আত্মীয় স্বজন যখন বাজার থেকে নতুন পোশাক নিয়ে আসে, হাতে তুলে বুকে জড়িয়ে নিয়ে স্বর্গীয় সুখ পাই ঠিক তেমনটাই সুখী, খুশি হয়েছে ওরা আজ।
ওরা জানেনা মহালয়া কি, দুগ্গা মায়ের কটা হাত। ওদের ঘর পর্যন্ত হয়তো মা দুগ্গা আসতে পারেনি, আলোর রোশনাই দেখেনি ওরা শহরের বড় মন্ডপ গুলোতে। কিন্তু আজ প্রাণের আনন্দে সব আনন্দকে হার মানিয়ে দিলো।
আজ জোড়ভাঙা প্রাথমিক বিদ্যালয়, বাঁধড়ি প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়। সেই সাথে ওই গ্রামের ছোট ছোট বাচ্চাদের হাতেও নতুন পোশাক তুলে দেওয়া হয়।