|
---|
সেক আতিউল্লা (সম্রাট) , চন্ডীপুর ,পূর্ব মেদিনীপুর: প্রতিমাতে নয় প্রতি মাতে রয়েছে দূর্গা। পিতৃপক্ষের অবসান এবং মাতৃ পক্ষের সূচনার শুভক্ষণে আজ ২৮/০৯/১৯ তারিখ শনিবার মহালয়ার দিন মগরাজপুর অনাথবন্ধু আঙ্গুরবালা বিএড কলেজে এবং হেঁড়িয়া পার্টবেসিক প্রাইমারি স্কুলে নবধারা এবং সমীর ডান্স একাডেমির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক অনন্য মাতৃবন্দনা “মুক্তি রূপেণ সংস্থিতা”।
এই পুজো কোন মূর্তি রূপে নয় রক্ত মাংসে গড়া নিজের মায়ের পুজো।ছোট ছোট ছেলেমেয়েরা নিজের মায়ের পা ধুইয়ে, অর্ঘ্য প্রদান এবং আরতির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এক অনন্য মাতৃ পক্ষের সূচনা করে। সমীর ডান্স একাডেমি পরিচালনায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। ধুনুচি নাচ ,সিঁদুর খেলা মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।