|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর উদ্যোগে মহালয়ার পূণ্যলগ্নে পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর আহ্বায়ক মাননীয় রবীন নন্দী মহাশয়ের নির্দেশে সদরঘাট সংলগ্ন তর্পনস্থলে তর্পনকারি ব্যক্তিদের মিষ্টান্ন ও জল বিতরণ কর্মসূচী পালন করা হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় হিন্দ বাহিনীর বর্ধমান উত্তর বিধানসভার চেয়ারম্যান সেখ ডালিম,বর্ধমান উত্তর বিধানসভার সভাপতি বিশ্বজিৎ মন্ডল,প্রচার সম্পাদক অনির্বাণ চৌধুরী,বর্ধমান ১ ব্লকের চেয়ারম্যান সেখ হালিম মহাশয় ও বর্ধমান ১ ব্লকের সভাপতি সেখ মালেক বর্ধমান ২ ব্লকে র গোবিন্দ সোনার,মোজ্জাম্মেল শা,ভাতার ব্লকে র মানস চৌধুরী,সেখ সাদ্দাম,গলসী ব্লকে র বাসুদেব মন্ডল,খন্ডঘোষ ব্লকে র আদর হোসেন মন্ডল,সেখ মোস্তাকিম জেলা,রায়না ব্লকের অশোক ঘোষ,পূর্ব বর্ধমান জেলা কিষান ক্ষেতমজুর সেলের কার্যকরী সভাপতি আব্দুল খালেক খন্দেকার,রায়ান ১ অঞ্চলের পাপ্পু খান,সেখ আলাউদ্দিন, পূর্ব বর্ধমান জেলার জয় হিন্দ বাহিনীর প্রচার সম্পাদক সৌমেন যশ সহ বিধানসভা ও ব্লক নেতৃত্ববৃন্দ। উল্লেখ করা যায় উক্ত অনুষ্ঠানে সম্প্রীতির র আবহে মানুষের উন্মাদনা ছিল প্রবল।