|
---|
নূর আহমেদ : মেমারি ২৭ আগস্ট, রবিবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি এবিটিএ’র মেমারি ১ জোন স্তরের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রসুলপুর বৈদ্যডাঙ্গা উচচ বালিকা বিদ্যালয়ে। প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক ছাত্র/ ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ করেন। মোট ২৭ টা ইভেন্টে প্রতিযোগিতা হয়। তাৎক্ষণিক বক্তৃতা, আবৃত্তি, গান, হিন্দি কবিতা,উর্দু কবিতা, সাওতালি কবিতা, সঙ্গীত,নৃত্য, গল্প বলা ইত্যাদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এবিটিএ র জেলা সম্পাদক শিব শঙ্কর সহা, জেলা নেতৃত্ব শ্রী শশধর মিস্ত্রি, সৌমিত্র ব্যানার্জী, শিবাজী রায় প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতি সুতপা ঘোষ রায়।
নুরআহমেদ মেমারি।