|
---|
আলিফ ইসলাম: মেমারি : ২৭ আগষ্ট,পূর্ব বর্ধমান জেলার ওড়গ্ৰাম শ্রীমাশ্রমে আজ রবিবার ২৭ আগষ্ট জেলা শহর বর্ধমানের কবিতা পাঠের অন্যতম পীঠস্থান কবিতা সন্ধ্যার ৪৬৩ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপী অনুষ্ঠিত এই সভাটি আশ্রমের মনোমুগ্ধকর শান্ত শীতল পরিবেশে কবিতা সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরীর সভাপতিত্বে সম্পাদক কুশল দে এবং আশ্রমের শিক্ষক প্রদ্যোৎ কুমার দে মহাশয়ের উপস্থিতিতে সুব্রত মজুমদার ও রুনু শ্যাম এর সঞ্চালনায় প্রায় পঁচিশ জন কবিতা পাঠ ও আলোচনায় অংশগ্রহণ করেন। শ্রীমাশ্রমের প্রাণপুরুষ প্রয়াত শংকর প্রসাদ নাগ মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য প্রদানের মধ্য দিয়ে উপস্থিত সকলের বিনম্র শ্রদ্ধা নিবেদনের পরে কবিতা পাঠ শুরু হয়। এদিন কবিতা সন্ধ্যার পক্ষ থেকে বিশেষ সন্মাননা প্রদান করা হয় রুনু শ্যাম,সব্যসাচী বক্সী এবং সুফি রফিক উল ইসলাম কে পুস্তক উপহার দিয়ে। একইসঙ্গে সুভাষ বসু, তাপস ভূষণ সেনগুপ্ত ও মঞ্জুশ্রী দে কে কলম উপহার দিয়ে সন্মাননা প্রদান করা হয়। কবিতা সন্ধ্যার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত অজিত ভট্টাচার্য্য মহাশয়ের পত্নী কবি উমাচ্ছবি ভট্টাচার্য্য মহাশয়ার এই মহতী সাহিত্য সভায় উপস্থিতি ও ওড়গ্ৰাম শ্রীমাশ্রমের প্রাণপুরুষ প্রয়াত শংকর প্রসাদ নাগ মহাশয়ের পত্নী অসুস্থা মহামায়া নাগ মহাশয়ার ঐকান্তিক আগ্ৰহ এবং শিক্ষক প্রদ্যোৎ কুমার দে মহাশয়ের আন্তরিক সহযোগিতায় সাহিত্য সভায় উপস্থিত সকলে উচ্চ প্রশংসায় পঞ্চমুখ। অনুষ্ঠানে উমাচ্ছবি ভট্টাচার্য্য,প্রদ্যোৎ কুমার দে সহ কুশল দে,শ্যামল বারুরী, দীপেন্দ্রনাথ শীল, রুনু শ্যাম,ডাঃ সেখ সাবের আলি, মোমিনুল ইসলাম,তাপস ভূষণ সেনগুপ্ত, সুফি রফিক উল ইসলাম,সব্যসাচী বক্সী, সুভাষ বসু, সুব্রত মজুমদার, বিশ্বজিৎ ভট্টাচার্য্য,চৈত্র কুমার প্রামানিক, রীতা বসু ধর, মঞ্জুশ্রী দে, মন্দিরা রায়, ইন্দ্রনাথ ঘোষাল, তরুণ কান্তি ঘোষ,সর্বানন্দ মাজি প্রমুখ বড়দের সঙ্গে শিক্ষাশ্রমের কচিকাঁচা খুদে শিক্ষার্থীরা সুদীপ্ত সূর, সোমনাথ মাজি, সেখ আব্দুল মাসুদ, আয়ান মন্ডল কবিতা পাঠ, আবৃত্তি ও সারাক্ষণের সাহচর্য দারুণ ভাবে উপস্থিত সকলকে বিমোহিত করে তোলে। রোদ ও মেঘের এক দুরন্ত সহাবস্থানে এক দুর্দান্ত দিন কাটলো মহতী সাহিত্য সভার মধ্য দিয়ে।