সংখ্যালঘু ছেলেমেয়েদের জন্য বিনামূল্যে চাকরির পরীক্ষার প্রশিক্ষণ

নতুন গতি নিউজ ডেস্কঃয়েস্ট বেঙ্গল মাইনোরিটি ডেভলপমেন্ট এন্ড ফিন্যান্স কর্পোরেশন এ রাজ্যের সংখ্যালঘু ছেলেমেয়েদের জfন্য কম্বাইন্ড সার্ভিসের রেসিডেনশিয়াল কোচিং এর আয়োজন করেছে। কম্বাইন্ড সার্ভিসের রেসিডেনশিয়াল কোচিংটি দেয়া হবে রাজ্যের তিনটি কেন্দ্রে — কলকাতা, বহরমপুর এবং শিলিগুড়িতে। সাত মাসের এই কোচিংয়ে সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া এবং কোচিং এর আয়োজন করা হয়েছে। বহরমপুর এবং শিলিগুড়িতে রেসিডেনশিয়াল কোচিংটি প্রদান করবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন। নিয়মিত ক্লাস এর পাশাপাশি ক্লাস টেস্ট, মক টেস্ট এবং উন্নত মানের নোটস পাওয়া যাবে। অন্যভাবে বললে, অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন এর উন্নত মানের কোচিং পাওয়া যাবে সম্পূর্ণ বিনামূল্যে। সুতরাং চাকরিপ্রার্থীদের এই সুযোগ হাতছাড়া করা একদম ঠিক হবে না।   সেই সঙ্গে ল গ্রাজুয়েটদের জন্য জুডিশিয়াল সার্ভিসের কোচিং এর আয়োজন করা হয়েছে। এই কোচিংটি হবে শনি-রবিবার কলকাতায়।এই দুটি কোর্স এ যোগদান করার জন্য wbmdfc এর ওয়েবসাইটে আবেদন করতে হবে অতিসত্বর।