|
---|
খান আরশাদ, বীরভূম: এন.আর.এস কান্ডের জেরে এবার বীরভূমের সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসকরা ইস্তফার সিদ্ধান্ত নিলেন। সেই পরিপ্রেক্ষিতে গতকাল রাত থেকেই হাসপাতালের সমস্ত রকম পরিষেবা বন্ধ করেছেন হাসপাতালের ৬৭ জন চিকিৎসক। আগামীকাল শুক্রবার তাঁরা ইস্তফাপত্র জমা দেবেন। এনিয়ে আজ তাঁরা বৈঠকও করেন। এদিকে ডাক্তারদের এই সিদ্ধান্তে হাসপাতালে চিকিৎসারত রোগীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।