|
---|
আজাহারউদ্দিন:সংখ্যালঘু সম্প্রদায়ের পবিত্র রমজান মাস রোজা রাখা শুরু হয়েছে সেই জন্য হুগলির আরামবাগ শহর বিভিন্ন ওয়ার্ড অসহায় দুঃস্থ মানুষের মধ্যে রমজানের ইফতার সামগ্রী তুলে দেন হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসেরসাধারণ সম্পাদক সেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ ও বিশিষ্ট শিক্ষাবিদ হাসান ইমাম।এদিন সকলকেই ছোলা,চাল,ডাল,আলু,পিযাজ, সঃতেল, স ওযাবিন,ও কিছু ফলমূল তুলে দেন, লকডাউন হওয়ার পর থেকে নীরবে মানুষের পাশে থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে চলেছেন যুব নেতা সেখ শাহিদ ইমাম ওরফে মহারাজ, তিনি বলেন রাজ্য মুখমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে সাতশো জন মানুষকে ইফতার খাদ্য দ্রব্য তুলে দেওয়া হয় ।