দত্তপুকুর বিস্ফোরণ: বিধানসভা অধিবেশন থেকে ওয়াক আউট বিজেপির

দেবজিৎ মুখার্জি, কলকাতা: দত্তপুকুর এর বিস্ফোরণ ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে তাঁর পদত্যাগ চেয়ে সোমবার বিধানসভা অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপির বিধায়কেরা। যদিও এই ঘটনায় সিবিআই ও এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি।

     

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য, “এই ঘটনায় তৃণমূলের যোগ স্পষ্ট। তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হতে পারে। সেকারণেই এনআইএ ও সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। স্থানীয় থানার ওসি ব্যবসায়ীদের কাছ থেকে মাসে ৫০ হাজার টাকা করে ঘুষ নেয়। এই পরিস্থিতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী। এগরা বিস্ফোরণের ১১ দিন পর ঘটনার জন্য ক্ষমা চেয়ে উনি মানুষকে আশ্বস্ত করেছিলেন, এমন ঘটনা আর ঘটবে না। আসলে সবটাই ছিল আইওয়াশ। দত্তপুকুরের ঘটনা সেটা স্পষ্ট করে দিয়েছে।“