দত্তপুকুরে বাজি কারখানা বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ৯

দেবজিৎ মুখার্জি, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরে বাজি কারখানা বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা এখনো পর্যন্ত ৯। সোমবার উদ্ধার হলো আরো এক দেহ। এখনও ছড়িয়ে-ছিটিয়ে দেহাংশ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা।

     

    এই ঘটনায় মোট ৪ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৮৬, ৩০৪, ৩০৮, ৩৪, ৯বি দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট, ২৪/২৬ ফায়ার সার্ভিস অ্যাক্টে অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে নীলগঞ্জ থেকে প্রথম গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শফিক আলি। কেরামত আলি নামের এক ব্যবসায়ীর সঙ্গে পার্টনারশিপে এই কারবার চালাত শফিক। বিস্ফোরণে নিহত কেরামত। জানা গিয়েছে মৃত কেরামতকে আগে গ্রেফতার করা হয়েছিল বাজির কারখানার লাইসেন্স ছিলোনা বলে। কিন্তু জামিন পেতেই ফের ব্যবসা শুরু। দত্তপুকুরের মোচাপোলের এই বাজি কারখানা চালু করে কেরামত।