|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার:- ইমাম মোয়াজ্জেনদের ভাতা বৃদ্ধির দাবি সহ একাধিক বিভিন্ন সমস্যা নিয়ে মথুরাপুর ১ নম্বর ব্লক ও মথুরাপুর ২ নম্বর ব্লকের যৌথ উদ্যোগে খাড়া পাড়া মসজিদ প্রাঙ্গণ এলাকায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভা সম্পূর্ণ পরিচালনা করেন ও আহ্বায়ক হাফেজ আইউব,মাওলানা শামসুল আলম,হাফেজ জামসেদ,হাফেজ আনসার সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন কাকদ্বীপ ব্লক মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক হাফেজ মনোয়ার হোসেন,মগারাহাট ২নম্বর ব্লক ইমাম প্রতিনিধি আতাউর রহমান, ডায়মন্ড হারবার ২নম্বর ব্লক ইমাম প্রতিনিধি আফতাব উদ্দিন, বিষ্ণুপুর ১নম্বর ব্লক ইমাম প্রতিনিধি সফিকুর রহমান, ক্যানিং ১নম্বর ব্লক ইমাম প্রতিনিধি খলিলুর রহমান,ব্লক ২ সাইফুদ্দিন,কুল্পি ব্লক ইমাম প্রতিনিধি সিরাজুল ইসলাম ও মোমেন সহ মথুরাপুর ১নম্বর ব্লক ও ২ নম্বর ব্লকের ইমাম, মোয়াজ্জেন উপস্থিত ছিলেন।