|
---|
এম এস ইসলাম,বর্ধমান : ট্রাফিকের সিভিকরা শুধুমাত্র যানবাহন নিয়ন্ত্রণই করেন না।বহু মানবিক কাজে এগিয়ে আসেন। এই দৃশ্য আমরা বহুবার দেখেছি।এবার রাতের অন্ধকারে রাস্তার উপর চলে আসা একটি বড় মাপের কচ্ছপকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন সেহারাবাজার ট্রাফিক গার্ডের ২ সিভিক।জানা গতকাল বুধবার রাত্রি দশটা নাগাদ সেহারাবাজার থেকে ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন সেহারাবাজার ট্রাফিক গার্ডের দুই সিভিক হারাধন পাল ও দেবাশীষ মন্ডল। সেই সময় খন্ডঘোষের সরঙ্গা এলাকায় রাস্তার উপর একটি বড় মাপের কচ্ছপকে পড়ে থাকতে দেখেন ওই দুই সিভিক।এরপরই বিলম্ব না করে কচ্ছপটিকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান ওই দুই সিভিক।এবং বিষয়টি জানান সহকর্মী মৃণাল সরকার কে। এরপরই তারা সিদ্ধান্ত নেন কচ্ছপটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে এবং বিষয়টি জানানো হয় সেহারাবাজার ট্রাফিক গার্ডের ওসি প্রদীপ কুমার পাল ও দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সম্পাদক শফিকুল ইসলামকে। আর এরপরেই খবর দেওয়া হয় পূর্ব বর্ধমান বনদপ্তরের। এবং বনদপ্তরের কর্মীরা এলে তাদের হাতে তুলে দেওয়া হয় কচ্ছপটিকে।কচ্ছপটির বয়স প্রায় আট থেকে দশ বছর বলে জানা গেছে। কচ্ছপটিকে প্রাথমিক চিকিৎসার পর তার পরিবেশে ফিরিয়ে দেওয়া হবে এমনটাই জানিয়েছেন বনদপ্তরের কর্মী বাপন বৈরাগী।