|
---|
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি : যান্ত্রিক ত্রুটি, বাতিল এনজেপি-হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। যার কারণে সমস্যায় পড়তে হয় যাত্রীদের, ক্ষোভ প্রকাশ যাত্রীদের। উল্লেখ্য এদিন শুক্রবার যান্ত্রিক গোলযোগের কারণেই হাওড়া স্টেশনে বাতিল করে দেওয়া হয় বন্দে ভারত এক্সপ্রেস। বিক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা।যান্ত্রিক ক্রুটি সারনো কাজ শুরু করবার পরে যুবা এক্সপ্রেসে যাত্রীদের পাঠানোর ব্যাবস্থা করা হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে।
জানা গিয়েছে, বন্দে ভারতে মালদায় আসার কথা ছিল রাজ্যপালের।তবে ট্রেন বাতিল হওয়ার কারণে যুবা এক্সপ্রেসে মালদায় এসে পৌঁছান রাজ্যপাল সিভি আনন্দ বোস।এদিন ট্রেনটি এনজেপি স্টেশনে পৌঁছানোর পড়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা।যাত্রীদের অভিযোগ জানান , ট্রেন প্রায় দেড় ঘন্টা দেরিতে পৌঁছেছে। এর পাশাপাশি ট্রেনে সঠিক পরিষেবা মেলেনি।
অপরদিকে এনজেপি স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা হওয়া যাত্রীরাও স্টেশনে পৌঁছে রীতিমত হতবাক হয়ে যান। হঠাৎই ট্রেন বাতিল হত্তয়ায় কারণে সমস্যায় পড়েন তারা।ট্রেন পরিবর্তন হয়ে যাওয়ায় জন্য কামরা খুঁজে পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় অনেক যাত্রীদের। যার জন্যই রেল কোনভাবেই সহযোগিতা করেনি বলে অভিযোগ জানান যাত্রীরা।