|
---|
সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: আজ২৮ শে সেপ্টেম্বর বীরভূম জেলার নেহেরু যুব কেন্দ্র ও বীরভূমি মানব কল্যাণ সোসাইটির ব্যবস্থাপনায় মহালয়ার প্রারম্ভে ও আসন্ন শারদীয়া দূর্গোৎসবের আনন্দের সন্ধিক্ষণে জেলার সদর শহর সিউড়ি ডি,আর,ডি,সি হলে জেলার বিভিন্ন প্রান্তের ১০০ টি ক্লাব ,সমিতি তথা সংগঠনে হাতে ফুটবল, ভলিবল,নেট ইত্যাদি সরঞ্জাম তুলে দেওয়া হয় ।এছাড়া ও এদিন দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হয়।যোগা সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এদিনের মহতি সভায় উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সংসদ শ্রীমতি শতাব্দী রায় , অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত অধিকারী , নেহেরু যুব কল্যাণ কেন্দ্রের কেন্দ্রীয় আধীকারিক মিঃপট্রনায়েক , বীরভুম জেলা ইয়ুথ অফিসার ধনঞ্জয় পান , নেহেরু যুব কেন্দ্রের জেলা প্রোগ্রাম অফিসার আকাশ গঙ্গোপাধ্যায় প্রমুখ । সংসদ শতাব্দী রায় তার প্রাসঙ্গিক বক্তব্যে বলেন বর্তমান যুব সমাজ মোবাইলের প্রতি আসক্তি বাড়িয়ে তুলছে, কিন্তু খেলা ধুলা শরীর চর্চার মাধ্যমে শরীর সুস্থ রাখার আদর্শ উপায়, এজন্য সরকার খেলা ধুলার উপর জোর দিয়েছেন। এছাড়া প্লাস্টিকের দূষণ নিয়ে সকলে চিন্তিত তাই আমাদের ও আজ মহালয়ার দিন থেকে উদ্যোগ নিতে হবে বীরভূম জেলাকে প্লাস্টিক মুক্ত করার। বীরভূমি মানব কল্যাণ সোসাইটির সম্পাদক রামানন্দ চট্রপাধ্যায় এক সাক্ষাৎকারে জানান গ্রামীণ ক্লাব গুলোকে আরো উজ্জিবিত করার এ এক প্রয়াস। অনুষ্ঠানের প্রতিকী স্বরূপ বেশ কিছু মহিলা ফুটবল দলের হাতে সরঞ্জাম তুলে দেন সংসদ শতাব্দী রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।