গোঘাটে ইমামদের প্রস্তুতি সভা।

সংবাদদাতা : আজ ২ রা নভেম্বর বুধবার হুগলির গোঘাটে কামারপুকুর খানকা শরীফে এক প্রস্তুতি সভা হয়ে গেল । অল বাংলা ডিসটিক ইমাম অ্যাসোসিয়েশনের গোঘাট এক ও দু নম্বর ব্লকের ইমামদের উপস্থিতিতে। সভা শুরুতে কোরআন শরিফ তেলাওয়াত করে সভা শুরু করেন হাফেজ আবু তালেব সাহেব কেরাত তেলাওয়াত করেন। অল বাংলা ডিস্ট্রিক ইমাম অ্যাসোসিয়েশনের হুগলি জেলার কার্যকারী সহ সম্পাদক হাফেজ কারী মৌলানা সেভগাতুল্লা সাহেব ইমামদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ইমামদের ভাতা সংক্রান্ত বিষয় ইমামদেরকে বুঝিয়ে বলেন নতুন ইমাম কিভাবে ভাতা চালু করবেন সে ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিলেন। গোঘাটের এক ও দু’নম্বর সম্পাদক মোহাম্মদ ইয়াসিন আলী বলেন ইমামরা ইমামতি করার পাশাপাশি সামাজিক কাজগুলি করছেন সেগুলো আরো বেশি বেশি করে করতে হবে। বিভিন্ন রকম সামাজিক কাজ ইমামরা করে থাকেন যেমন_ বাল্যবিবাহ রোধ, পোলিও মুক্ত সমাজ, সম্প্রীতি সভা, জল বাঁচান জীবন বাঁচান ইত্যাদি । উনি আরো বলেন- বাল্যবিবাহ রোধ করার জন্য পারলে ইমাম রায় এলাকাবাসীকে সচেতন করে বাল্যবিবাহ রোধ করতে পারবে। কোথাও নাবালক ছেলেমেয়েদের বিবাহ যেন না দেয় সেই বিষয়ে ইমামদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলেন। মীর আফসার আলী বলেন আগামী ২০শে নভেম্বর কলকাতা সমাবেশের জন্য আরো একবার গোঘাট দু নম্বর ব্লকে প্রস্তুতি সভার প্রয়োজন আছে। আগামী ১৫ই নভেম্বর সেই প্রস্তুতি সভা আবারো করা হবে ইনশাআল্লাহ। আলোচনা সভাটি দোয়ার মাধ্যমে শেষ হয় , দোয়া করলেন আলহাজ্ব সৈয়দ মিসবাহুল আরেফিন সাহেব।