|
---|
সৃঞ্চিনী পোদ্দার, রথতলাঃ একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে দাঁড়ানোই নৈতিক কতৃব্য। করোনাকালের মাঝে কাজ হারা দুস্ত দিনমজুরদের জন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করলেন বিশ্বজিৎ সাহা ওরফে ভুজাদা। একজন সাধারণ মানুষ হিসেবে নিজের ইচ্ছায় সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। কোনো ত্রাণ বিতরণ নয়। বেলঘরিয়া রথতলা এলাকার দুস্ত দিনমজুরদের আমন্ত্রণ জানিয়ে পেট পুড়ে খাবারের ব্যবস্থা করলেন বিশ্বজিৎ সাহা ওরফে ভুজাদা।
এই করোনাকালের মাঝে কর্মহীন মানুষদের সাহায্যার্থে রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবং রথতলা অধিবাসীবৃন্দ ও ব্যাবসায়ী সমিতির যৌথ প্রয়াসে প্রায় শতাধিক মানুষদের জন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির সম্পাদক বিশ্বজিৎ সাহা ওরফে ভুজাদার তত্বাবধানে এই সম্পূর্ণ আয়োজন করা হয়। রথতলা পল্লী মঙ্গল সমিতির ক্লাব প্রাঙ্গণে এইদিনের এই সম্পূর্ণ আয়োজন করা হয়।
এই করোনাকালের মাঝে সংক্রমণ এড়াতে প্রধান রসদ হিসেবে মানুষের প্রয়োজন মাস্ক এবং স্যানিটাইজারের। তাই খাদ্য প্রদানের সাথে সাথে সকলকে মাস্কও প্রদান করেন উদ্যোক্তারা।রথতলা পল্লী মঙ্গল সমিতির ক্লাব প্রাঙ্গণে রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবং রথতলা অধিবাসীবৃন্দ ও ব্যাবসায়ী সমিতির যৌথ প্রয়াসে আয়োজিত এইদিনের এই কর্মকান্ডে বিশেষ অতিথি হিসেবে সামিল হয়েছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, কামারহাটি পৌরসভার মুখ্য প্রশাসক গোপাল সাহা, বেলঘরিয়া টাউন তৃনমূল কংগ্রেসের কার্যকারী সভানেত্রী সীমা দাস, সমাজকর্মী সন্দীপ দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কামারহাটির বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটররা।
করোনা হোক বা ইয়াশ কখনওই নিজেদের কতৃব্য থেকে সরে থাকেননি তারা। মানুষের পাশে সর্বদা আছেন। এমনটাই মনে রেখে মানুষের অসুবিধায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে সচেষত হচ্ছেন উদ্যোক্তারা।
কামারহাটির বিধায়ক মদন মিত্রের অনুপ্রেরণায় রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবং রথতলা অধিবাসীবৃন্দ ও ব্যাবসায়ী সমিতির যৌথ প্রয়াসে আয়োজিত এইদিনের এই কর্মকান্ডে খুশি এলাকার দুস্ত দিনমজুরেরা।